বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১২


বস্তু জগত নিয়ে ভাবনা মানুষ । কল্পে,চিন্তায় স্বভাবে স্বয়ী ভাবে বস্তু ও বস্তু থেকে উদ্ভূত অভিজ্ঞতা তৈরী করে মানস জগত। সৃষ্টি হয় বিজ্ঞান। প্রাগৈতিহাসিক থেকে সমকাল অবধি হাল হাতিয়ার,উৎপাদন, উৎপাদন সম্পর্কের উপাদান ও উপকরনের সমাহার নিয়ে গঠিত তার জীবন, সমাজ, চিন্তা দর্শন। ঢেউ ভাঙ্গে ঢেউ গড়ে। গঠিত হয় সমাজ রচিত হয় পূ্র্বাপর অভিজ্ঞতা। ঘাত প্রতিঘাত সংগ্রাম লড়াই থেকে যায় ইতিহাসের পাতায়। নতুন উত্তরণের পথে নতুন অর্জনের নিমত্তে মানুষ উঠে দাড়ায় নতুন লড়াইয়ে। লড়াই চলে । উত্তর জমিনে সমকালের বুনন। একবিংশ শতাব্দীর সভ্য পৃথিবী । ক্ষুধা দারিদ্র্য আর দেশে অধিগ্রহনের যুদ্ধ । আদিম প্রতিকুল পরিবশে বিপন্ন অবস্হায় হাতে হাত ধরে চলতে শুরু করা মানুষ হাজারো বছরের পথ পেরিয়ে আজ নিজেরাই নিজেদের শত্রু । কিন্ত এমনতো কথা ছিলনা । যে মানুষ হাজার বছর আগে এত উন্নত ছিলনা, ছিলনা এত তথ্য প্রযুক্তি ,জ্ঞান , বিজ্ঞান , আধুনিক যন্ত্রপাতি , সেও তো একত্রে খাবার সংগ্রহ করেছে , সকলে মিলে একত্রে খেয়েছে , কোন অবস্থাতেই সংঘবদ্ধতা ছেড়ে যায়নি । পোস্টকার্ড একটি ত্রৈমাসিকপত্রিকা । নিয়মিত প্রকাশিত হচ্ছে ১লা এপ্রিল ২০১২ থেকে । বস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে সর্বগ্রাসী মুনাফা ধর্মী , ভাবকেন্দ্রিক বাক্তিবাদ নির্ভর সংস্কৃতির বিপরীতে সামগ্রিক সংঘবদ্ধতায় বস্তুবাদী সংস্কৃতির লক্ষেই এই পোস্টকার্ড ।

 পোস্টকার্ড ব্লগের “ লোকায়ত কথোপকথন ” পাতাটি সবার জন্য উন্মুক্ত । লিখতে চাইলে আমাদের মেইল করে জানান । সাগ্রাহে আমরা আমান্ত্রন জানাবো। আমাদের মেইল ঠিকানা postcarduv@gmail.com। বাছাইকৃত লেখাটি পোস্ট কার্ড সংখ্যায় প্রকাশ করা হবে। এছাড়াও পোস্টকার্ড পত্রিকা সামগ্রিক সংঘবদ্ধতায় বস্তুবাদী সংস্কৃতির চর্চা ও চর্চার সাথে জন সম্পৃক্ততা বাড়ানোর নিমিত্তে পোস্ট কার্ড বেশ কিছু পাঠচক্র পরিচালনা করে । সাম্প্রতি পোস্টকার্ড পত্রিকায় “ ক্যাম্পাস ” নামে নতুন একটি স্বতন্ত্র পাতা খোলার চেষ্টা চলছে যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সমকালীন ভাবনা ও সমাজ চিন্তা এবং ও জগতকে দেখার দৃষ্টিভঙ্গি তুলে ধরতে পারে। পাশাপাশি সংঘবদ্ধতায় বস্তবাদী সংস্কৃতির চর্চার ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাস কেন্দ্রিক পাঠচক্র পরিচালনা করতে পারে। সে লক্ষেও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পোস্ট কার্ডের সাথে উল্লেখিত মেইলের মাধ্যমে যোগাযোগ করতে পারেন ।

 পোস্ট কার্ড ( ত্রৈমাসিক)
 সম্পাদক - ডাঃ তন্ময় সান্যাল ।
 সহ সম্পাদক - কাজরী নাসরীন ।
 সার্বিক যোগাযোগ - postcarduv@gmail.com .+8801683577363.